Wednesday, January 04, 2017


_________________________
মেঘ তার বুকে নিয়ে চাঁদকে
আলোহীন করে দেয় ধরণীতল
অভিমানে নিভু নিভু তারার সাথে
মিতালী করে জোনাক দল।
সমীরণ এসে কেড়ে নেয় চাঁদ
মেঘের বুক ছিন্ন করে
হারানোর বেদনায় অভিমানী মেঘ
ঝরে পরে বৃষ্টি হয়ে।
চাঁদের ছায়া বুকে পাগল সাগর
জোয়ারে জোয়ারে ভেসে যায়
পাবেনা চাঁদকে জানে আপন করে
থাকে সে দূর নীলিমায়।
__________________ (C) Akash

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...