Wednesday, January 04, 2017

তুমি! You- nothing but a greedy person


তুমি..._______________


পলাশ ফুল পছন্দ করতাম বলে
আমাকে গেঁয়ো বলেছিলে,
রজনীগন্ধ্যা, টিউলিপ এর গল্প সারাক্ষণ
ও’গুলো অনেক দামে বিকোয়, দোকানগুলোয়
তাই তোমার কাছে ফুল মানে ও’সব..।।
আজ তুমি ও’সব ফুল টবে ফোটাও-
পলাশকে বশে আনতে পারোনি।

মাছ-ভাত সাধারণের খাবার
ফার্ষ্টফুড-ই তোমার ফেবারিট
ও’গুলো বেশি দামে বিকোয় দোকানগুলোয়
পান্তাভাত- ইলিশ ভাজা...
পহেলা বৈশাখে একদিনের বাঙালী তুমি
গলায় কাঁটা বিঁধে, সে-কি কান্ড!
এখন ফিশ-বল নামের ফার্ষ্টফুড...
ইলিশের স্বাদ তুমি পাওনি।
কবিতার আসরে তোমার অ্যালার্জি
কনসার্ট, হার্ডরক... ওফ্!জোশ...
ও’গুলোর টিকেট বেশিদামে বিকোয়...
কি শোন? জিগ্যেস করায় উত্তর দাও-
ও’দের ড্রেস-আপ, বডি ল্যাংগুয়েজ
কখা-বার্তা ওয়েষ্টার্নদের মতো
এখন তুমি গান শুনতে পাওনা, দেখো...
কবিতা বোঝার সৌভাগ্য তোমার হলো না।
সেদিন তোমাকে দেখলাম একগুচ্ছ বই কিনতে
জিগ্যেস করায় বললে, গিফ্-ট দেবে কাউকে
ও’গুলো কমদামে বিকোয় দোকানগুলোয়,
নিজের জন্য আর্চিস গ্যালারী, হলমার্ক...
না হলে কেমন কেমন লাগে!
ক্রেডিট কার্ড দিয়ে দামী গিফট বিকোয় সেখানে
বইয়ের মূল্য বোঝার সাধ্য তোমার হলো না।
সবই তুমি করতে পারো, ভাসতে পারো, ভাসাতে পারো
শুধু.........
হীরা ও কাঁচের পার্থক্য বোঝা তোমার হলো না।
------------------------------------------------------- অনেক আগের লিখা, পুরানো খাতা থেকে শেয়ার করলাম_________________আকাশ/২২ অক্টোবর ২০১৬

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...