Wednesday, January 04, 2017

অসময়ের ডাক, Friendship

 অসময়ের ডাক_________


বন্ধু! আয় আবার হাতধরে ছুটে যাই
আবার গরাগরি খাই ধুলোয়
আবার গাছের ডালে ছুটোছুটি
আয় দেখে আসি কাকের বাসায় কয়টা ডিম পেড়েছে কোকিল...
বন্ধু! চল ছুটে যাই, মেঠোপথ ধরে
কুয়াশা ভেজা ঘাসে হীরক জ্বলে
চোরকাঁটায় বসা ঘাস ফড়িং
হাঁটু জলে ভরা মরা নদী ডাকে, চল করি জলকেলি...
বন্ধু! জলে ভরা চোখ মুছে, চশমার কাঁচ ঘষি
ঝাপসা হয়ে আসে সময়
গোধুলি বেলা হাতছানি দেয়,
এসো, হয়েছে ফেরার সময়...

---------------------------------- কখন লিখেছিলাম মনে নেই 

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...