Wednesday, January 04, 2017

বন্ধুত্ব নাকি প্রেম___??, What is love? Love vs Friendship

ইতিহাস কি সত্য কথা বলে???????

বন্ধুত্ব নাকি প্রেম___??

প্রথম পরিচয়...
স্বার্থহীন সংলাপ, অর্থহীন আড্ডা
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ দু’জনে
সীমাহীন স্বপ্নে বিভোর।

তুই থেকে তুমি-
স্বপ্নের সুতোগুলো জোড়া দিয়ে
সাদা তুলো মেঘে ভাসাই স্বপ্ন-ভেলা,
বুকের পাজরপোড়া কালি দিয়ে
শত উপমায় লিখি নব কাব্য।

একসাথে পথচলার অজুহাতে
বাবুই পাখির মতো সুখের নীড়,
জ্যোৎস্নার নীলে তুমি নীলপরী
খুনসুটি, সুখের আলাপণ।

টুপটাপ ঝরে পড়ে স্বপ্নগুলো
স্বার্থের ঝড়ে ওলট-পালট বাবুই নীড়,
থমকে দাঁড়াই, পেছন ফিরে দেখি
ভুলে ভরা অতীত দেয় হাতছানি।

বন্ধু ছিলে ভালোই ছিলে
প্রেয়সী হওয়াই ছিলো ভুল
আবেগী খেলায় ভাঙ্গলে তুমি
জীবন নদীর দুই কূল...।
-------------------১১ আগষ্ট ২০০৭

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...