Saturday, January 07, 2017

নির্বাসিত প্রেম_____


এ' একলা আমি
তুমিও কি আজ একলা-
মনের আঙ্গিনায় ছায়া খেলে
এবেলা কি ওই ও বেলা?
                                    মনের ঘর জুড়ে স্বপ্ন
                                    স্বপ্ন মেঘে ভেসে যায়
                                    মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                    হারিয়ে যায় নীলিমায়?
নিরবধি নদী ছুটে চলে
মোহনায় হয়না বিলীন,
সাগর যদি তাকে না-ই ডাকে
থাকে কি প্রেম অমলিন?
                                    মনের ঘর জুড়ে স্বপ্ন
                                    স্বপ্ন মেঘে ভেসে যায়
                                    মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                    হারিয়ে যায় নীলিমায়?
শিহরণে যদি (তার) হিয়া দোলে
প্রজাপতি নীল প্রেম
অনলে ভালোবেসে অবলিলায়
পুড়ে খাটি হয় হেম।
                        মনের ঘর জুড়ে স্বপ্ন
                           স্বপ্ন মেঘে ভেসে যায়
                               মেঘ গুলো কেন ঝরে পড়েনা
                                   হারিয়ে যায় নীলিমায়?
                                           © ======আকাশ/ ৩০ নভেম্বর ২০১৪
===========***********************============

তুমি_____________

চোরকাঁটা ভালোবাসা হৃদয় আঁচলে
    বুনে দিয়ে চুপিসারে তুমি সরে দাঁড়ালে
        ছিলো কি তোমার মনে জানা হলো না-
                           জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                           না বলা কথা কেনো বলে গেলেনা?
মরুময় হৃদয় আজ ছায়া খুঁজে ফিরে
   আলেয়ার মায়াজালে সে থাকে দূরে
       বাড়ানো বাহুডোরে কেনো ধরা দিলেনা-
                              জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                              না বলা কথা কেনো বলে গেলেনা?
খেয়ালী খেলায় সেই হারানো সময়
   বার বার পিছু ডাকে স্মৃতি মোহময়
       স্মৃতির মতো করে কেনো ফিরে এলেনা-
                               জোয়ারের চোরাটানে ভাসালেই যদি-
                               না বলা কথা কেনো বলে গেলেনা?
------------------ © আকাশ/২৩ নভেম্বর ২০১৪
********************************************* 
"ভালোবাসাকে কখনো বনসাই এর মতো ছেটে ছোট করে রাখতে নেই,
কখনো ইকেবানা'র মতো শুকিয়ে রং লাগিয়ে সাজিয়ে রাখতে নেই,
মানি প্ল্যান্টের মতো করে বাড়তে দাও..."...........//আকাশ//

****************************************************


সময়ের দাঁড়িপাল্লা আর সময়ের বাটখারায়
সময় মেপে মেপে ফেরিওয়ালা ক্লান্ত ভীষন,
রঙ্গীন আর রঙহীন সময়ের ক্রেতাদের
ভিড়ে ওলট-পালট হিসাবের খেরোখাতা।
ক্লেদাক্ত পথে পায়ের ছাপ রেখে চলে যায় সময়
ক্রেতা কিংবা ফেরিওয়ালা অযত্নে পরে রয়...


***************************************

ধূসর সময়___ :( :( :(

মানচিত্রের জলশুণ্য নদীর মতো
আমার শরীরের শিরা-উপশিরা রক্তহীন,
অচেনা কোন রক্তচোষা প্রাণী
নিজের প্রাণ রক্ষার্থে শুষে নিয়েছে সবটুকু রক্ত।

সীমান্তের প্রহরীর মতো
আমার আজন্ম প্রিয় দু’চোখ ঘুমহীন,
সুনিপুন দক্ষতায় কোন কারিগর
নিজের চোখের তারায় হরণ করেছে সবটুকু ঘুম।
চিত্রপটে আঁকা শিল্পের মতো
আমার ঠোঁটগুলো নিস্প্রভ ভাষাহীন,
যাদুর ছোঁয়ায় কোন এক জাদুকর
মন্ত্রমুগ্ধ করে রেখে আমায় কেড়ে নিয়েছে ভাষা।
টগবগে জীবনের গান গাওয়া
আজীবন ডানপিটে এই আমি
সময়ের বিষনীলে আজ এক
চলৎশক্তিহীন এক মমি...
_______________আকাশ/ ১৬ জুলাই ২০১৬

-------------------------------

 ইচ্ছেগুলো এমন কেনো?__


ইচ্ছে ছিলো ঘেসো মাঠে বৃষ্টি জলে পা ডুবিয়ে
ছলাৎ ছলাৎ শব্দ তুলে পিছু নেবো,
ইচ্ছে ছিলো রংধনু টা উল্ঠো করে
নাও বানিয়ে, বানের জলে ভাসিয়ে দেবো
ইচ্ছে ছিলো মাছরাঙ্গাটার ঠোটের লালে
তোমার ওঠোট রাঙ্গিয়ে দেবো
ইচ্ছে ছিলো, ইচ্ছে গুলো জড়ো করে
আকাশ জোড়া রং-তুলিতে ভরিয়ে দেবো...
ইচ্ছে গুলো এমন কেনো?
বুকের ভেতর লুকিয়ে থাকে
এইয়ে তুমি যেমন করে
বুকের ঘরে চুপটি করে......
--------------------------------------আকাশ/১১জুলাই২০১৬
 

1 comment:

  1. এখানে কোনো মন্তব্য আসে না কেনো???

    ReplyDelete

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...