Monday, January 16, 2017

 সময়ের হাত_____


ক্লেদাক্ত পথে নাঙ্গা পায়ে
অতি পরিচিত পথটাও অচেনা,
মাধ্যাকর্ষণ সূত্রের বিপরীত প্রয়োগের আপ্রাণ চেষ্টা,
পাছে কিলবিল করে ওঠে কেঁচো কিংবা সময় পায়ের নীচে।

স্বার্থের দ্বন্ধে
অতি প্রিয় হাত ও অচেনা হয়ে ওঠে,
"আমরা" কে শুধুই "আমি" তে পরিবর্তন
বিবেক হার মানে অবলীলায়।

বিশেষণে বিশেষণে স্বকীয়তা হারানো
নির্মোহ প্রেম মুখ লুকিয়ে রাখে,
সময়-অসময়ের দোটানায়
ধর্ষিত অতীত- শুধু অতীত হয়েই থাকে...
--------------------------@আকাশ // ০৩ মাঘ ১৪২৩

1 comment:

  1. হঠাৎ রাতের স্তব্ধতাকে বিদীর্ণ করে নিশাচর ডেকে ওঠে, হয়তো খোঁজে একাকীত্ব শেয়ার করার জন্য কাঊকে। আমি জানালায় চোখে রেখে তাকিয়ে থাকি। দেইনা সাড়া, যদিও আমিও নিশাচর। কি দরকার? আমার একাকীত্ব আমারই থাক...

    ReplyDelete

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...