Wednesday, January 04, 2017

মায়াবী তোমার দু'চোখে, Bangla Gaan

"কবিতাতে সুর ছোঁয়ালে গান হয়ে যাবে"_ লাভলু'র ভাব, আর আমার কথায় লেখা ২০০৭


জানালার পাশ দিয়ে তোমায়
   একঝলক দেখেছি, (তোমায় একঝলক দেখেছি)
       আর প্রথম দেখাতে তোমায়
          ভালোবেসেছি......।।
          
                               দক্ষিণা মাতাল হাওয়ার
                           উড়ে যায় আঁচল তোমার
                     মন ও'ড়ে, ভালোবাসা ছূঁয়ে
                অজানা কোন প্রান্তরে..........।।

মায়াবী তোমার দু'চোখে
  স্বপ্নপুরীর মায়া খেলে
      চাঁদ হাসে, সাথে হাসো তুমি
         ফাগুন হাওয়ার মন দোলে............।।

মেঘকালো ঐ এলোকেশে
   হাস্নুহেনার সুরভীতে
       হারিয়ে যাই দূর অজানায়
            অচেনা কোনো বন্দরে......।।
_________________________১৯ নভেম্বর ২০০৭

=====================================


মেঘ তার বুকে নিয়ে চাঁদকে
আলোহীর করে দেয় ধরনীতল
অভিমানে নিভু নিভু তারার সাথে
মিতালী করে জোনাক-দল।

সমীরণ এসে কেড়ে নেয় চাঁদ
মেঘের বুক ছিন্ন করে
হারানোর বেদনায় অভিমানী মেঘ
ঝরে পরে বৃষ্টি হয়ে...।।

চাঁদের ছায়া বুকে পাগল সাগর
জোয়ারে জোয়ারে ভেসে যায়
পাবেনা চাঁদকে জানে আপন করে
থাকে সে দূর নীলিমায়.........।।
---------------------------------------আকাশ/ ১৫ মার্চ ২০০৮
                     

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...