Wednesday, November 15, 2017


অনেক দিন আগে বাবাকে নিয়ে লিখা_____
সূর্যের গায়ে ভুল করে হেলান দিয়ে
মেঘের বরফ যখন গলে গলে বৃষ্টি হয়ে ঝরছিলো,
বজ্রপাতের রুপালী ঝিলিক যখন চিরে দিচ্ছিলো
আদিগন্ত আকাশের শামিয়ানা...
তুমি তখন বুকের উষ্ণতায় মুখলুকিয়ে ছিলে।
আন্দামানে সৃষ্ট ভূকম্পন যখন মহাদেশ পেরিয়ে এসে
ওলট পালট করে দিচ্ছিলো ইট পাথরের খাঁচা গুলো
সবাই যখন ব্যতিব্যস্ত নিজেকে নিয়ে,
তুমি তখন বুকের নিরাপত্তায় থরথর করে কাঁপছিলে।
মাঝরাতে স্বপ্ন-দুঃস্বপ্ন গুলো যখন স্বপ্নের গ্রামার না মেনে
সেকেন্ডে অতিক্রম করছিলো মহাকাল...
অন্ধকারেও সুনিপুন ভাবে কি করে যেন
সেই বুকেই খুঁজে নাও নির্ভরতা...
সে বুক নূহের নৌকার চেয়েও বড়
ইস্রাফিলের শিংগায় ও নিস্কম্প
অকৃপণ ভালোবাসা ভরা সে বুক
'বাবার বুক' বলে কথা......!!!!
("ভালোবাসি" বলে কি করে বাবাকে ছোট করি? বাবা তো ভালোবাসার চেয়েও বড়...)----------------------//আকাশ//১৫ নভেম্বর ২০১৬

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...