Wednesday, January 04, 2017

রঙহীন ধুসর, Poet's Dream


রঙহীন ধুসর________________


আজ হঠাৎ এলো উড়োচিঠি
টিকেট ফিকেট কিচ্ছু নেই
খাম নেই, প্রাপকের নাম ও নেই
ডাকঘরের সীল নেই, নেই তো কিছুই নেই।
এলোমেলো কিছু বর্ণ আছে, তাও তার কোনো রঙ নেই
অতি যত্নে এক এক করে বর্ণ সাজিয়ে নিয়ে
পেলাম একটি কবিতা- ছন্দহীন
নিভাঁজ কাগজটি বালিশের নীচে রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম
ঘুম ভাঙলেই ভুল ও ভাঙলো
কবিতাটা স্বপ্ন ছিলো- তোমার মতো...
--------------------------------------------- ৪ অক্টোবর ২০১৬
(মাঝে মাঝে কবিরাও স্বপ্ন দেখে :) )

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...