Wednesday, January 04, 2017

বাস্তবতা, Reality, Meaning of life.

বাস্তবতা===== আকাশ ২০০৭


জীবন যেখানে যেমন
বয়ে যাচ্ছে নিজেরি মত(ন)
আমি আর জীবন
দু’জনের দু’জন
জানি না কে করছে বহন- কার ভার?

আমার পৃথিবী তুমি,
না, তোমার পৃথিবী আমি- এই ভেবে
কেটে যাচ্ছে দিনগুলো স্বপ্নময়
ভাঙ্গে ঘুম, চোখ খুলে দেখি
আমি আর তুমি, পাশাপাশি নেই আর।

ভাবনাগুলো জোড়া দিয়ে যাই
নতুন নতুন স্বপ্ন সাজাই
খেয়ালের বশে ভেঙ্গে দিয়ে যাই স্বপ্নঘর,
এই জীবনের জুয়া খেলায়
মেতে রই তুমি-আমি
ছন্দপতন ঘটলেই দেখি
আমি আর নেই তোমার।
==============


=========

ডায়েরীর ছেঁড়া পাতায় তোমাকে নিয়ে
খেয়ালী লেখাগুলো আজো করে আর্তনাদ,
তুমি কেমন আছো, কোথায় আছো
আমারই প্রতীক্ষায়, আজো কি কাটে
তোমার নির্ঘুম দীর্ঘ রাত?

যে হৃদয় জুড়ে ছিলো আমারই ছবি
যে চোখে আমি ছিলাম স্বপ্ন রবি,
করে কি হাহাকার সে হৃদয় আজ?
(আমার)আশায় কি কাঁদে দু’চোখ তোমার?

নিজের সুখের আশায় ভেঙ্গে দিয়ে এ’মন
অন্যের বুকে খোঁজো সেই সুখ এখন
জানি তুমি পাবে না, তুমি পেতে পারোনা
পুড়ে পুড়ে ছাই হবে- আমারই মতোন।

========= আকাশ ৩১ জুলাই ২০০৭

No comments:

Post a Comment

Apnar montobber jonno Apnake Osesh dhonnobad.
আপনার মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ...

অনেকদিন লিখা হয়না। আসলে লিখা হয়না বললে ভুল হবে, লিখার সময় হয়ে উঠেনা। ভালোলাগাগুলো দিন দিন মলিন হয়ে যাচ্ছে। সময়ের দায়সারা ভালোবাসায় ভরে উঠছে...